16 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম-১০ আসনের এমপি বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

চট্টগ্রাম-১০ আসনের এমপি বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

চট্টগ্রাম-১০ আসনের এমপি বাচ্চুর বিরুদ্ধে ইসির মামলা

বিএনএ, চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী থাকাকালিন এলাকায় অর্থ বিতরণের অভিযোগে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী- হালিশহর) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী  রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

এর আগে গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব (আইন) মো. আবদুছ সালামের সই করা এক চিঠিতে থানা নির্বাচন কর্মকর্তাকে এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী আচরণবিধি আইনের ২০০৮ এর বিধি-৩ ধারায় এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

বিচারক মো. সালাউদ্দিন মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করে তাকে আগামী ১৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু তাঁর নির্বাচনী এলাকার সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের এক হাজার টাকা করে দেন। এছাড়া হালিশহরের মাদানি মসজিদে এক লাখ টাকার চেক দেন। ২৪ ডিসেম্বর লালখানবাজারে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ৬০ হাজার টাকা করে সরকারি অনুদানের চেক বিতরণ করেন।

এ বিষয়ে ২৪ ডিসেম্বর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম কমিশনে অভিযোগ করেন। ২৮ ডিসেম্বর মহিউদ্দিন বাচ্চু প্রতিনিধির মাধ্যমে অভিযোগের জবাব দেন। ৪ জানুয়ারি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬- এই আটটি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এই আসনে ভোটার ৪ লাখ ৮৫ হাজার। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের আফছারুল আমীন। পরের দুটি সংসদ নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। আফছারুল আমীন মারা যাওয়ার পর এই আসনে ছয় মাস আগে উপনির্বাচনে জয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ