16 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোলে ৭শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বেনাপোলে ৭শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ২


বিএনএ যশোর: যশোরের বেনাপোলে ৭শ’বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন  র‍্যাব-৬।সোমবার (১৫ জানুয়ারি) রাতে বেনাপোল পুটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন, ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এমন গোপন সংবাদের মাধ্যমে গতকাল রাতে পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আম বাগানের উত্তর পাশে অভিযান চালায় র‌্যাব। ৭শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।

র‌্যাব-৬ এর কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/সোহাগ হোসেন,রেহানা, ওজি/ হাসনইয়/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ