20.7 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC U19 Women’s T20 World Cup 2023) শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে ৪ উইকেটে ১৫৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। উদ্বোধনী জুটিতে হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় ৪ রানের মাথায় প্রথম উইকেট পড়ে তাদের। ৪ বল খেলে মারুফা আক্তারের বলে রাবেয়া খানের হাতে ক্যাঁচ দিয়ে শূণ্য রানে ফেরেন নেথমি সেনারথনা। শ্রীলঙ্কার ২৪ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন দিশা বিশ্বাস। ৮ বলে ৩ রান করা সুমুদু নিসংসালাকে সাজ ঘরে ফেরান তিনি।

এরপর দেউমী বিহঙ্গকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক বিশমি গুনারত্নে। দুজনেই অর্ধশতক পূর্ণ করেন। তাদের দলীয় ১২০ রানের মাথায় ৪৪ বলে ৫৫ রান করা দেউমী বিহঙ্গকে শিকারে পরিণত করেন মারুফা আক্তার। ১৪০ রানের মাথায় ৭ বলে ৪ রান করা মানুদি নানায়াক্কারা রান আউটের ফাঁদে ফেলেন স্বর্ণা আক্তার। শেষ পর্যন্ত অধিনায়ক বিশমি গুনারত্নে ৫৪ বলে ৬০ ও ৩ বলে ১২ রানে অপরাজিত থাকেন দুলাঙ্গা দিসানায়েক।

বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার দুটি ও ১টি উইকেট শিকার করেন দিশা বিশ্বাস।

মারুফা আক্তার ২ ও দিশা বিশ্বাস ১ উইকেট শিকার করেন
মারুফা আক্তার ২ ও দিশা বিশ্বাস ১ উইকেট শিকার করেন

এর আগে সোমবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার বেনোনি-উইলোমুর পার্ক বি ফিল্ডে ম্যাচটি শুরু হয়। টস জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক বিশমি গুনারত্নে।

শুরুতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের আফিফা প্রত্যাশা ও মিষ্টি সাহা। উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলেন দুজনে। শ্রীলঙ্কার পক্ষে প্রথম আঘাত করেন রশ্মি নেত্রাঞ্জলি। ৪৩ বলে ৫৩ রান করা আফিফা প্রত্যাশাকে সাজ ঘরে ফেরান তিনি।

৪৩ বলে ৫৩ রান করেন আফিয়া প্রত্যাশা
৪৩ বলে ৫৩ রান করেন আফিয়া প্রত্যাশা

বাংলাদেশের দলীয় ৭৯ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন অধিনায়ক বিশমি গুনারত্নে। ২৪ বলে ১৪ রান করা মিষ্টি সাহাকে রান আউট করে ফিরিয়ে দেন তিনি। এরপর দলের হাল ধরে ইনিংস শেষ করেন দিলার আক্তার ও স্বর্ণা আক্তার।

২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আকতার
২৮ বলে ৫০ রানে অপরাজিত থাকেন স্বর্ণা আকতার

দিলার আক্তার ২৭ বলে ৩৬ ও স্বর্ণা আক্তার ২৮ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ১৬৫।

বুধবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার বেনোনি-উইলোমুর পার্ক বি ফিল্ডে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ