22 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক আফগান এমপিকে গুলি করে হত্যা

সাবেক আফগান এমপিকে গুলি করে হত্যা


বিএনএ, বিশ্বডেস্ক: আফগানিস্তানের কাবুলে দেশটির সাবেক এমপি মুরসাল নবীজাদা ও তার দেহরক্ষীকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে।  এ সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন তার ভাই এবং আরেক দেহরক্ষী।

রোববার (১৫ জানুয়ারি) ভোরে দেশটির রাজধানী কাবুলে ওই নারী এমপি ও আইনপ্রণেতার নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। তবে, কী কারণে তাদের হত্যা করা হলো বা কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি।

সোমবার (১৬ জানুয়ারি) দেশটির পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য মুরসাল নবীজাদা মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারে সংসদ সদস্য ছিলেন। তালেবান ক্ষমতা গ্রহণের পর কাবুলে থেকে যাওয়া কয়েকজন নারী সংসদ সদস্যের মধ্যে তিনি একজন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রোববার বলেছেন, নবীজাদার বাড়িতে তাকে ও তার এক দেহরক্ষীকে বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান কর্তৃপক্ষ। এরপর দেশটিতে যে কয়েকজন সাবেক নারী এমপি অবস্থান করছেন তার মধ্যে মুরসাল নবীজাদা একজন। নবীজাদা ২০১৯ সালে কাবুলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারী গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ