18 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনা কবলিত বাস।

বিএনএ ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যৎ সরকার (৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভিস চন্দ্র (৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের আহত তিন আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনায় আহত ৩ জন মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ