17 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা

শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগ্রেসরা

নারী

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পরশু অস্ট্রেলিয়াকে হারানোর পর কাল অনুশীলনের কোনো সূচি রাখেনি বাংলাদেশ। টিম হোটেলে জিম আর বিশ্রামে নিজেদের সতেজ করেছেন মেয়েরা। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দিশা বিশ্বাসের দল। বেনোনিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে দলের কোচ দীপু রায় চৌধুরী বলেন, ‘আমরা আমাদের প্রক্রিয়া মেনে চলছি। প্রতি ম্যাচে চোখ রাখছি। আজ আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। আমাদের লক্ষ্য এখন শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে ‘এ’ গ্রুপ সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। শিরোপার আশা একপাশে রেখে আপাতত সেদিকেই চোখ দীপু রায়ের, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হলে আমরা পরবর্তী ধাপে একটু সুবিধা পাব।’

শ্রীলঙ্কার মেয়েদের ছোট করে দেখার উপায় নেই। বিশ্বকাপ শুরুর আগে আইসিসি তাদের ওয়েবসাইটে এক বিশ্লেষণে বাংলাদেশের আগে রেখেছিল লঙ্কানদের। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়েছে তারা।

অজিদের হারিয়ে উড়তে থাকা বাংলাদেশ তাই সতর্ক। দীপু রায় বলছিলেন, ‘আমরা সব ম্যাচ গুরুত্ব সহকারে নিচ্ছি। ওদের (মেয়েদের) টিম স্পিরিট আছে। ১১ জনই দেখেন ব্যাটিং পারে। পাওয়ার হিটিংয়ের দক্ষতা আছে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ