14 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » নতুন বছরে জয়ার `নতুন’ বার্তা

নতুন বছরে জয়ার `নতুন’ বার্তা

জয়া

বিনোদন ডেস্ক: গত শনিবারই শেষ হয়েছে বলিউডের প্রথম ছবির শুটিং। সেট থেকে শুটিংয়ের একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি। অন্যদিকে দেশেও দেখানো হলো তার অভিনীত কলকাতার সিনেমা ‘ঝরা পালক’। বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা। সময়টা এখন দারুণ কাটছে অভিনেত্রীর। শুটিং ব্যস্ততায় ভারতে রয়েছেন তিনি। সেখান থেকেই ভক্তদের জানাচ্ছেন বলিউডের ছবির অভিজ্ঞতার কথা।

অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া সিনেমায় জয়ার সহ-অভিনেতা বলিউডে খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। মুম্বাইতে সিনেমার শুটিং শুরু হয়েছে বেশ আগেই। এর আগে হিন্দি ছবিতে জয়ার অভিনয়ের খবর প্রকাশ পেলেও জয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য আসেনি। ছবির শুটিং শেষ করেই ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে জানালেন ছবির কথা।

এ সিনেমায় কাজ করার অভিজ্ঞতা অতুলনীয় বলে জানিয়েছেন জয়া। আর জানিয়েছেন, অনিরুদ্ধের সঙ্গে আরও কাজ করতে অপেক্ষা করছেন তিনি। জয়া লিখেছেন, ‘পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, যাকে আমরা ভালোবেসে টনি দা বলে ডাকি, তার নেতৃত্বে এমন একটি দুর্দান্ত দলের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি।’

আরও লিখেছেন, ‘পঙ্কজ ত্রিপাঠিজি এবং অন্যদের মতো অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করা আমার জন্য একটি বিশাল অভিজ্ঞতা ছিল এবং আমি এর প্রতিটি মুহূর্ত উদ্‌যাপন করেছি। একজন শিল্পী কতটা শিখতে পারেন তার কোনো সীমা নেই, প্রতিদিন আমরা নতুন কিছু শিখি এবং এই সিনেমার শুটিং আমার জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা।’

পরিচালককে উদ্দেশ করে জয়া লেখেন, ‘আমাকে সাপোর্ট করার জন্য আমি আপনাকে এবং পুরো টিমকে ধন্যবাদ জানাই। আবার আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি।’

অন্যদিকে গতকাল বিকেল ৩টায় ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘ঝরা পালক’ প্রদর্শিত হয়েছে। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত জয়া আহসান। কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নির্মিত ‘ঝরা পালক’। সেখানে জয়া লাবণ্য চরিত্রে ধরা দিয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ