19 C
আবহাওয়া
৯:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

বিএনএ সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। সে সময় পুলিশ সাউন্ড গ্রেনেড হামলা ও গুলি ছোঁড়ে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। পরে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ছেড়ে দেন তারা। তাকে উদ্ধার করে বাসভবনে নিয়ে যায় পুলিশ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া ভবনের ভেতরে উপাচার্যকে তালাবদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

ভবনের সামনে অবস্থান নেয় পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম এবং প্রায় দেড়শ’ সাধারণ পুলিশ। বেলা আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্যের পিছু নেন আন্দোলনকারীরা।

মূলত বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছাত্রীদের চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগে সকাল থেকে রাস্তা অবরোধ করেন তারা।এরই মধ্যে সবধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন আন্দোলনকারীরা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ