বিএনএ ডেস্ক: কয়েকদিনের গুড়ি গুড়ি বৃষ্টি এবং শৈত্যপ্রবাহের কারণে সারাদেশে শীতের দাপট বেড়েছে। যা সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে। এরপর শীতের দাপট কিছুটা কমবে। সেইসঙ্গে নামতে পারে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে। বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ সংবাদ মাধ্যমকে বলেন, দিনের বেলায় সারা দেশে গড়ে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। তাপমাত্রা কমে গেলে শীতের তীব্রতা বেড়ে যাবে। সপ্তাহের প্রথম ভাগ শীতের তীব্রতা বাড়লেও শেষে কমবে। আগামি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
বিএনএনিউজ/আরকেসি