17 C
আবহাওয়া
১১:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দাগনভূঞায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

দাগনভূঞায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ককটেল

ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দায়িত্বে থাকা আরিফুল নামের এক আনসার সদস্য আহত হয়েছেন।

এছাড়াও ভোট কেন্দ্রের পাশে তারেক হোসেন ও সুজন নামের দুজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব বলেন, তাকে অবরুদ্ধ করে রেখেছিল উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা।

জিয়াউল হক হক নামের আরেক প্রার্থী জানান, এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।

সুরুজ মিয়া মিয়া নামের এক ভোটার জানান, তাকে মেরেছে, তার বাবা-মাকে মেরেছে।

কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, কেন্দ্রের পেছন থেকে দুর্বৃত্তরা ককটেল ছোড়ে।

প্রিসাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ