14 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » চুয়েট চেস ক্লাবের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়েট চেস ক্লাবের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুয়েট চেস ক্লাবের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজনে ছাত্র শিক্ষক মিলনায়তন এর ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে ‘চুয়েট ফ্রেসার্স চেস টেলেন্ট হান্ট প্রতিযোগিতা’। চুয়েট চেস ক্লাবের এই প্রতিযোগিতায় মোট ৩৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করে।

শনিবার(১৪ই ডিসেম্বর) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চুয়েট চেস ক্লাব সূত্রে জানা যায়, দাবা প্রতিযোগিতাটি সুইস পদ্ধতিতে এবং ১০+১ সময়সীমার র‍্যাপিড সিস্টেমে অনুষ্ঠিত হয়। ছয় রাউন্ডের এই প্রতিযোগিতার আরম্ভ হয় সকাল ১১টায় এবং চূড়ান্ত পর্ব সমাপ্ত হয় বিকাল ৪ টা ৩০ টায়। প্রতিটি ধাপে প্রতিযোগীদের কৌশল ও দক্ষতার চমৎকার প্রদর্শনী লক্ষ্য করা যায়।

পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন বক্তব্যে বলেন, “নবীন শিক্ষার্থীদের জন্য এত সুশৃঙ্খল ও প্রাণবন্ত দাবার টুর্নামেন্ট আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ। চুয়েট চেস ক্লাব, ইউনিমার্চ, চুয়েট পিএস এবং চুয়েট নিউজ২৪ডটকম-এর সমন্বিত প্রচেষ্টায় আজকের এই টুর্নামেন্ট অত্যন্ত সফল হয়েছে। সকল ক্লাবের প্রতি আমার অনুরোধ, এমন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চুয়েটে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসুন। চুয়েট দাবা ক্লাবের দাবার বোর্ড ও ঘড়ির ঘাটতি সমাধানে যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।

চুয়েট চেস ক্লাবের সভাপতি আলিফ হোসাইন বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং একই সাথে কিছুটা গর্বিত। বিশেষ করে, কিছু হাই রেটেড ফিদে প্লেয়ারকে পেয়ে আমরা আশাবাদী। যথাযথ সুযোগ-সুবিধা ও পরিচর্যার মাধ্যমে হয়তো একদিন এই খেলোয়াড়দের মধ্য থেকেই আমরা একজন বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে পারবো। সেই স্বপ্নকে সামনে রেখে চুয়েট দাবা ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

চুয়েট ফ্রেসার্স চেস টেলেন্ট হান্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী দিব্য দাস গুপ্ত এবং রানার্সআপ হন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আহবাব সুলায়মান। এ ছাড়া শ্রেষ্ঠ নারী দাবাড়ু হন জৈব চিকিৎসা ও কৌশল বিভাগের তাহেরা খন্দকার নাদিরা ।

চ্যাম্পিয়ন দিব্য দাশ গুপ্ত বলেন,ধন্যবাদ চূয়েট চেস ক্লাব কে এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। ইঞ্জিনিয়ারিং এর ব্যস্ততার মাঝে এরকম কিছু টুর্নামেন্ট মনটাকে আবার সতেজ করে দেয়।আশা করি সামনে এরকম অনেক টুর্নামেন্ট পাবো।

উল্লেখ্য, চুয়েট “চেস ক্লাব” শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের দাবায় দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে , যা সবার জন্য উন্মুক্ত। এই প্রতিযোগিতার স্পন্সর হিসেবে ছিল ইউনি মার্চ। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল চুয়েট নিউজ ২৪ডট কম। উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন।

বিএনএনিউজ/ইয়াসির / আরএস

 

Loading


শিরোনাম বিএনএ