29 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় আসলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা

ঢাকায় আসলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা


বিএনএ, ঢাকা : চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সা‌ড়ে ১০টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় এসে পৌঁছান ।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচা অভ্যর্থনা দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৪-১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন জোসে রামোস হোর্তা। তার সফরে অফিসিয়াল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি হবে। এছাড়া, তার সফরকালে ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনস্যুলেট খোলার বিষয়ে ঘোষণা আসবে।

বিএনএ/ ওজি/ শাম্মী

Loading


শিরোনাম বিএনএ