20 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » লোহিত সাগরে জাহাজে আবারও হুথিদের হামলা

লোহিত সাগরে জাহাজে আবারও হুথিদের হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : ইয়েমেনের হুথিরা   শুক্রবার লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে। সাগরের এই পথ দিয়ে নিয়মিত বাণিজ্যিক জাহাজ চলাচল করে। হামলার ফলে জাহাজটিতে আগুন ধরে গেছে। ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে কিন্তু তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জাহাজটিকে লাইবেরিয়া-পতাকাবাহী আল-জাসরাহ হিসেবে চিহ্নিত করেছেন। এটি ২০১৬ সালে নির্মিত ৩৭০ মিটার কন্টেইনার জাহাজ।

হুথিরা জানিয়েছে, তারা গাজা উপত্যকায় দুই মাস ধরে চলমান হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে চাপে রাখার জন্য জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘আমরা সচেতন যে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অঞ্চল থেকে উৎক্ষেপণ করা কিছু একটা জাহাজটিকে আঘাত করেছিল। ফলে তা ক্ষতিগ্রস্ত হয় ও আগুন লেগে যায়।’

ইয়েমেন ও উত্তর-পূর্ব আফ্রিকার মধ্যবর্তী সংকীর্ণ প্রণালী বাব আল-মান্দাবের কাছে এই হামলার ঘটনা ঘটছে। এই প্রণালী দিয়ে বেশিরভাগ বৈশ্বিক বাণিজ্য হয়ে থাকে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ এলাকা দিয়ে যায়। পথটি লোহিত সাগর, ইসরায়েলের দক্ষিণ বন্দর ও সুয়েজ খালের দিকে প্রবাহিত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ