21 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের আমন্ত্রণ বাংলাদেশ ও ভারতের

মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের আমন্ত্রণ বাংলাদেশ ও ভারতের


বিএনএ, ঢাকা : ভারত ও বাংলাদেশ ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরস্পরের বীর যোদ্ধা ও সেনা কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়েছে। মুক্তিযুদ্ধের ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কোলকাতায় আয়োজিত বিজয় দিবস আয়োজনে অংশ নিতে ২৯ বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৬ কর্মকর্তা বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

ভারতীয় হাই কমিশন ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একইভাবে, বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে অংশ গ্রহণ করতে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী ৩০ ভারতীয় বীর যোদ্ধা ও ছয় সেনা কর্মকর্তা ঢাকায় পৌঁছেছেন।

সফরকালে, বীর মুক্তিযোদ্ধারা ভারতীয় বীর যোদ্ধা ও ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে দেখা করবেন। এই সেনা কর্মকর্তাগণ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন।

অনুরূপভাবে, ভারতীয় বীর যোদ্ধারাও ঢাকা সেনানিবাসে শিখা অনির্বানে পুষ্পস্তক অর্পনের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালে আত্মউৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।

ভারতীয় প্রতিনিধি দলটি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে দেখা করবেন।

ঢাকাস্থ ভারতীয় মিশন জানিয়েছে, এই দ্বিপাক্ষিক সফর দু’দেশের অন্যন্য মৈত্রী-সম্পর্ক উদযাপনের পাশাপাশি নতুন করে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে বাংলাদেশী বীর মুক্তিযোদ্ধা ও ভারতীয় বীর যোদ্ধাদের জন্য একটি প্লাটফরম তৈরি করেছে।

এতে আরো বলা হয়, ‘এই যুদ্ধ পাকিস্তানি দখলদারিত্ব, শোষণ ও বর্বরোতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ভারত ও বাংলাদেশী সশস্ত্র বাহিনীর একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার এক অনন্য দৃষ্টান্ত।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ