বিএনএ, চট্টগ্রাম : রাত পোহালেই বিজয়ের ভোর। নানা আয়োজনে শ্রদ্ধাভরে বীরসেনাদের স্মরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। লাল-সবুজ আলোয় ঝলমল করছে চট্টগ্রাম নগরী। চট্টগ্রামে মনোরম প্রকৃতির স্পট ও বিনোদন কেন্দ্র হচ্ছে সিআরবি। সেই সিআরবি এলাকাতে হরেক রকম আলোর ফোয়ারা। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল আলোকচ্ছটায় সেজেছে এলাকাটি।
সিআরবি ছাড়াও নগরীর গুরত্বপূর্ণ এলাকা সেজেছে অপরূপ সাজে। লাল, নীল, সবুজ ও হলুদসহ বাহারি রঙের আলোর ছড়াছড়ি। ক্ষণে ক্ষণে মিটিমিটি জ্বলছে তারা। পিচঢালা রাস্তায় শোভা পাচ্ছে রঙ-বেরঙের আলপনা।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের দুইটি জাহাজ সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ বৃহস্পতিবার ও ১৬ ডিসেম্বর (শুক্রবার) প্রতিদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বিসিজি বার্থ পতেঙ্গায় বিসিজিএস সৈয়দ নজরুল এবং বিসিজি বার্থ চট্টগ্রামে বিসিজিএস জয় বাংলা জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিএনএ/ ওজি