বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলার জুইদণ্ডি ইউনিয়ন দক্ষিণ খুরুশকুল থেকে আহত অবস্থায় শকুনটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর বারোটার সময় একটি বাড়িতে হঠাৎ উড়ে এসে পড়ে শকুনটি। পরে গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে। শকুন উদ্ধারের খবরে ওই গ্রামে ভিড় জমায় শতশত জনতা। শকুন উদ্ধারের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন গ্রামবাসী। পরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা শকুনটিকে প্রাথমিক চিকিৎসা করে শঙ্কামুক্ত করেন।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার ( সম্প্রসারণ) দোলন কান্তি দাশ বলেন , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস তত্ত্বাবধানে আমরা উদ্ধারকৃত আহত শকুনটির চিকিৎসা সেবা প্রদান করি। পরে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ইউএনও অফিসে প্রেরণ করা হয়। আমরা বন বিভাগের মাধ্যমে অবমুক্ত না হয় চিড়িয়াখানায় প্রেরণ করার পরামর্শ দিয়েছি।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি