16 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » কোহলি-রোহিতের সংঘাত থামছে না!

কোহলি-রোহিতের সংঘাত থামছে না!

কোহলি

বিএনএ, স্পোর্টস ডেস্ক: ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিজ থেকেই ছেড়ে দেন বিরাট কোহলি। কিন্তু তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কোহলিকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় ভারতীয় দলের ড্রেসিংরুমে বিভাজনের শঙ্কা রয়েছে। এমনটিই মনে করেন ভারতীয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন।

ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে, সেই সময়েই টিম ইন্ডিয়ায় সমস্যা শুরু। রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন আসন্ন টেস্ট সিরিজ থেকে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই জানা যাচ্ছে কোহলি পরিবারের সঙ্গে কাটানোর জন্য ওয়ানডে সিরিজে খেলবেন না। রোহিতকে যেমন কোহলির নেতৃত্বে খেলতে দেখা যাবে না, তেমনি কোহলি আপাতত খেলবেন না রোহিতের অধিনায়কত্বে।

অধিনায়ক বদলের পর দুই ক্রিকেটারের এমন সিদ্ধান্তে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলাবলি শুরু করেছেন ওয়ানডে নেতৃত্বের হাত বদলের মধ্যেই দুই তারকার ইগোর লড়াই চরমে উঠেছে।

এ ব্যাপারে ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আজাহার উদ্দিন টুইটারে লেখেন- বিরাট কোহলি ওয়ানডে সিরিজে খেলছে না, জানিয়ে দিয়েছে। রোহিত শর্মাকেও আসন্ন টেস্ট সিরিজে পাওয়া যাবে না। বিশ্রাম নেওয়ায় কোনো দোষের কিছু নেই। তবে সময়টা আরও ভালো হলে বলার কিছু থাকত না। এটা স্রেফ সংঘাতের জল্পনা বাড়িয়ে দেয়।

এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেন, বিরাট কোহলি বোর্ডকে জানিয়েছেন, ওয়ানডে সিরিজে থাকবেন না। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চাইছে সে। সোশ্যাল মিডিয়ার গুঞ্জনে কান না দেওয়াই ভালো।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ