27 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে মানব কল্যাণ পরিষদের আলোচনা সভায় আইআইইউসি ভিসি

চন্দনাইশে মানব কল্যাণ পরিষদের আলোচনা সভায় আইআইইউসি ভিসি

ড. প্রফেসর মো. আলী আজাদী

দোহাজারী(চট্টগ্রাম) প্রতিনিধি: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আন্তর্জাতিক খ্যাতিনামা মৎস্য বিজ্ঞানী ও মানবকল্যাণ পরিষদের সভাপতি ড. প্রফেসর মো. আলী আজাদী বলেছেন, জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আগামীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি পবিত্র কোরআন শরিফের বিভিন্ন আয়াতের উদৃতি দিয়ে সুশীল সমাজ গঠনে মানব কল্যাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সামাজিক ও সেবামূলক সংগঠন মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে চন্দনাইশ উপজেলায় ‘বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয় শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গত শুক্রবার ১৫ নভেম্বর চন্দনাইশ উপজেলা সদরস্থ নিউমার্কেট প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম এর কার্যকরী পরিষদ সদস্য ও শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডসফুডের এমডি জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী হেলাল উদ্দিন এর যৌথ সঞ্চালনায় চট্টগ্রাম শেভরন আই হসপিপটালের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাত হোসেন সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সমন্বয়ক ও পরিষদের সহকারী সেক্রেটারি অধ্যাপক আজম খান।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যপক মাওলানা মোসলেম উদ্দিন নেজামী, মাওলানা জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত, মানবকল্যাণ পরিষদের সেক্রেটারি ওসমান গনি, সহ-সভাপতি নূরুল হুদা, নুরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য, শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডসফুডের চেয়ারম্যান আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম।

বক্তব্য রাখেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক নাসের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক, হারুনুর রশিদ, অফিস সম্পাদক, জয়নাল আবেদীন, অক্সিজেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজের অধ্যাপক সরওয়ার হোসেন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সাইয়েদ আল মামুন, মাওলানা কুতুবউদ্দিন, কাজী কুতুবউদ্দিন, বিশিষ্ট ছাত্র নেতা শহিদুল ইসলাম, জিয়াউর রহমান খান, আরফাত উদ্দিন, আনিসুর রহমান, আসিফ, মো. এজাজ প্রমুখ।

সভায় ডা. শাহাদাৎ হোসেন বলেন, আমাদের অধিকাংশ ওয়াজের ময়দানে মাটির নিচের কথা ও বেহেশত দোযখের আলোচনা পেশ করা হয়ে থাকে কিন্তু মানব কল্যাণে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক ওয়াজ হয়না বলে মানবের কল্যাণে তা ফলপ্রসূ হচ্ছে না। মুসলিম জাতি অতীতের মতো ভৌগলিক বিজ্ঞান চিকিৎসা বিদ্যা ও আত্মরক্ষা এবং দেশরক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞানচর্চা উদ্ভাবনী সৃষ্টিতে ভূমিকা রাখছেনা ফলে মুসলিম মিল্লাত ভিন্ন জাতি থেকে অনগ্রসর। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে মাটে- ময়দানে যেন অন্যায় অবিচার যুলুম ও নির্যাতন আর মাথা ছড়া দিয়ে না উঠতে পারে সেই ব্যাপারে সকলকে ভূমিকা রাখতে হবে তাহলেই কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন, চাষি কল্যাণ সমিতির কেন্দ্রীয় সদস্য ও দৈনিক কর্ণফুলীর সাবেক সহ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, চন্দনাইশ মাদ্রাসা প্রধান সংসদের সাধারণ সম্পাদক ও চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মাওলানা মোজাহেরুল কাদের ফারুকী, মাওলানা নুরুল হক, প্রেস ক্লাব সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চন্দনাইশের সাধারণ সম্পাদক এম এ মুবিন, কবি এম এ হাফিজ প্রমুখ।

বিএনএনিউজ২৪, হামিদুর রহমান সাকিল, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ