25 C
আবহাওয়া
২:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ফরিদপুরে ১ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুরে ১ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার

ফরিদপুরে ১ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা বাজারের ‘সজিব টেলিকম’ নামক একটি মোবাইল ফোনের দোকানের ক্যাশবাক্সের নিচের ড্রয়ারের ভিতরের একটি মোবাইলের খালি বক্স থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এরপর তারা দোকান মালিকের বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

দোকান মালিক সজিব মাতুব্বর (২৬) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে ভাঙ্গা থানায় সজিব মাতুব্বরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা বাজারের পশ্চিম পাশে পদ্মা মার্কেটের প্রথম গলির ‘সজিব টেলিকম’ নামক মোবাইল ফোনের দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তারা এ সময় দোকানের ক্যাশ বাক্সের নিচের ড্রয়ার থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এরপর দুপুর ২টার দিকে সজিব মাতুব্বরের আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে। সজিব পলাতক রয়েছে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন বলেন, সজীব মাতুব্বর একজন পেশাদার ও তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার দোকান ও বাড়ি থেকে ১ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাজা মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ভাঙ্গা থানায় মামলা করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ