25 C
আবহাওয়া
১২:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভোলায় বয়লার বিস্ফোরণে যুবকের মৃত্যু

ভোলায় বয়লার বিস্ফোরণে যুবকের মৃত্যু

কোভিডে একজনের মৃত্যু

বিএনএ, ভোলা : ভোলার চরফ‌্যাশনে বয়লার বিস্ফোরণে মো. আল আমিন মাঝি (৩০) নামে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন।  শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন মাঝি ওই এলাকার মো. আব্দুল জলিল মাঝির ছেলে। এ ঘটনায় আহত ব্যাক্তির নাম মো. ফিরোজ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে আল আমিনের নেতৃত্বে তার ভাই ফিরোজ মাঝিসহ কয়েকজন ধান সিদ্ধ করার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। আহত ফিরোজকে উদ্ধার প্রথমে চরফ‌্যাশন ও পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরফ‌্যাশন থানার এসআই মো. ইয়াসিন সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। তদন্ত চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ