14 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » তফসিল ঘোষণা করছেন সিইসি

তফসিল ঘোষণা করছেন সিইসি


বিএনএ, ঢাকা: জাতির উদ্দেশে ভাষণ শুরু করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এই ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাষণ শুরু করেন তিনি। বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংবাদমাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এদিন বিকেল ৫টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তফসিল চূড়ান্ত করা হয়।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ইসির এ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এই বৈঠকে ভোটগ্রহণের কয়েকটি সম্ভাব্য তারিখ নিয়ে কথা হয় হয় এবং তা চূড়ান্ত করা হয়। বৈঠকে নির্বাচনের মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের শেষ দিন নিয়েও কথা হয়।
এদিকে সকালে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম জানান, নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে বলেই তফসিল দেয়া হচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ