17 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনএ, ঢাকা: পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তাছাড়া সারাদেশেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ১৮১ প্লাটুন বিজিবি।

বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এই ঘোষণা দেওয়ার পর গত ১২ নভেম্বর খসড়া গেজেট প্রকাশ করে সরকার। এতে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা রাখার পাশাপাশি কর্মচারী শ্রেণিতে সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ টাকা মজুরি কাঠামো উল্লেখ করা হয়। একইভাবে অন্যান্য গ্রেডেও মজুরি কত হবে সেটিও উল্লেখ রয়েছে খসড়া গেজেটে।

তবে, শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন: সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যায়

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ