20 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » কুবিতে ভাইস চ্যান্সেলর স্কলারশিপে ২৩৬ শিক্ষার্থী মনোনীত

কুবিতে ভাইস চ্যান্সেলর স্কলারশিপে ২৩৬ শিক্ষার্থী মনোনীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম বারের মতো স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের ২৩৬ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপের জন্য মনোনীত করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভাইস চ্যান্সেলর স্কলারশিপের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে এ বৃত্তি প্রদান করা হবে।

আগামী বুধবার(১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উপাচার্যের উপস্থিতিতে মনোনীত শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি লিডিং বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। সূতরাং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিশন অর্জনের জন্য এই বৃত্তি প্রদান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিএনএ/ হাবিবুর রহমান ,ওজি 

Loading


শিরোনাম বিএনএ