15 C
আবহাওয়া
১১:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনালে চবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনালে চবি

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনালে চবি

বিএনএ, চবিঃ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইনালের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত হবে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৪-৩ গোল বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ট্রাইব্রেকারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেন গোলরক্ষক নাইমুর রশিদ।

বিষয়টি নিশ্চিত করেন চবি ফুটবল দলের সহকারী ম্যানেজার এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষক নজরুল ইসলাম। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফুলবল দল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। আজ সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় দলকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে চবি দল। ফাইনালে ভালো কিছু হবে বলে আশাবাদী তিনি।

চবি ফুটবল দল: নাইমুর রশিদ, মোঃ তৌকির খন্দকার, সালাহ উদ্দিন (অধিনায়ক), বিশ্বজিৎ রায়, মোঃ আকিনুর রহমান, মোঃ ইয়াসির আরাফাত, শান্ত শীল চাকমা, প্রেনচ্যুং ম্রো, দেব চাকমা, ফুংলিয়ান কাপ বম, হৃদয় আহমেদ, মরওয়ানুল ইসলাম, উসাই মার্মা, পায়াং ম্রো, পাক্লাং ম্রো, জয় বড়ুয়া।
দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে আছেন মো. হাবিবুর রহমান জালাল এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রাশেদ বিন আমিন চৌধুরী।

প্রসঙ্গতঃ এর আগে কোয়ার্টার ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছিলো চবিয়ানরা।

বিএনএ/ সুমন বাইজিদ

Loading


শিরোনাম বিএনএ