25 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় শনিবার ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে

গাজায় শনিবার ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে

গাজা

বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার (১৪ অক্টোবর) গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩০০ জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। নিহতদের বেশিরভাগ শিশু ও নারী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া একদিনে আরও ৮০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

গত সপ্তাহের শনিবার ভোরে গাজা থেকে হামাস হঠাৎ করে উপর্যুপরি রকেট হামলা শুরু করলে হামাস-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজার অন্তত দুই হাজার ২০০ জন নিহত হয়েছে। আর হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে অন্তত এক হাজার ৩০০ জন। গত অন্তত ৫০ বছরের ইতিহাসে কোনো হামলায় এতজন ইসরায়েলি নিহতের ঘটনা ঘটেনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩