22 C
আবহাওয়া
১:১০ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » সাপ্তাহিক পুঁজিবাজার: ডিএসইতে মূলধন কমেছে দুই হাজার কোটি টাকা

সাপ্তাহিক পুঁজিবাজার: ডিএসইতে মূলধন কমেছে দুই হাজার কোটি টাকা

পুঁজিবাজার

বিএনএ,ঢাকা: গত সপ্তাহে (১০ অক্টোবর-১৪ অক্টোবর) সূচকের উত্থান-পতনলর মধ্য দিয়ে পার করেছে দেশের পুঁজিবাজার। এতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূলধন দুই হাজার কোটি টাকা কমেছে। সেইসঙ্গে কমেছে সবক’টি মূল্যসূচক ও লেনদেন।
সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ১১২ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৮২ হাজার ১২৪ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ১২ কোটি টাকা।
অবশ্য এর আগে টানা তিন সপ্তাহ ডিএসইর বাজার মূলধন বাড়ে। আগের তিন সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বাড়ে ৭ হাজার ৫৪৯ কোটি টাকা। এ হিসেবে সাড়ে সাত হাজার কোটি টাকা বাজার মূলধন বাড়ার পর দুই হাজার কোটি টাকা কমলো।
গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৯৯ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৩ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ।
গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৮১২ কোটি ৪২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২ হাজার ৫৪৪ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭৩২ কোটি ৫৭ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৮ শতাংশ।
গত সাপ্তাহে লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-লাফার্জহোলসিম বাংলাদেশ,ওরিয়ন ফার্মা,আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, বেক্সিমকো, পাওয়ার গ্রিড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং জিপিএইচ ইস্পাত।
বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ