bnanews24.com
আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম

আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম

বিএনএ  ডেস্ক : আরও এক দফা বেড়েছে স্বর্ণের দাম । নতুন দর অনুযায়ী প্রতি ভরি সোনায় দাম বাড়ছে দুই হাজার ৩৩৩ টাকা। আজ বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে। এখন ভালোমানের স্বর্ণ প্রতি ভরি ৭৬ হাজার ৩৪১ টাকায় বিক্রি হবে।

বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এই তথ্য জানান।।

তিনি জানান, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনকে ঘিরে সোনার বাজার আবার অস্থির হয়ে উঠেছে। নির্বাচনের ফলাফল কী হয়, সেটা মাথায় রেখে সবাই এখন সোনার মজুদ বাড়াচ্ছে।

করোনা  মহামারির মধ্যে অস্থির বাজারে বাড়তে বাড়তে দেশে ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল। দেশের বাজারে ওটাই ছিল সোনার সর্বোচ্চ দর। গত ১৩ অগাস্ট সব ধরনের স্বর্ণের দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল বাজুস। তার এক সপ্তাহ পর ২১ অগাস্ট কমানো হয় ভরিতে এক হাজার ৪৫৮ টাকা। এরপর তিন দফা বাড়িয়ে গত ২৪ সেপ্টেম্বর দাম কমানো হয়েছিল।গত তিন সপ্তাহে  স্বর্ণের দাম বেড়ে আবার এ পর্যায়ে এসেছে।

বিএনএ/ওজি

আরও পড়ুন

নিউজিল্যান্ডে বাস দুর্ঘটনায় ৫ চীনা পর্যটক নিহত

bnanews24

চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

bnanews24

বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

marjuk munna