21 C
আবহাওয়া
৯:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

বিএনএ, বিশ্ব ডেস্ক: সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ৮৯ জন। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এই চারটি দেশের সরকারি হিসেবে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার শুক্রবার সন্ধ্যায় জানিয়েছে, ৬৫ হাজারেরও বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। এর আগে শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার বলেছিল, মৃতের সংখ্যা ৩৩। বন্যায় ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কেন্দ্রীয় অঞ্চলের বিশাল নিম্নাঞ্চল, বিশেষ করে রাজধানী নেইপিদোর আশপাশের বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্য ঝড়–বন্যা–ভূমিধস মিয়ানমারবাসীর দুর্দশা বাড়িয়েছে।

এএফপি জানিয়েছে, হিমালয়ের ঢালু অঞ্চলে ভূমিধসের খবর পাওয়া গেছে। তবে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিত্তুং ও বাগো নদীর পানি বিপদসীমার ওপরে থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে পানির স্তর কমতে পারে বলে আশা করা হচ্ছে।

মিয়ানমার কর্তৃপক্ষ বন্যার্তদের আশ্রয়ের জন্য এখন পর্যন্ত ৮২টি ‘ত্রাণ শিবির’ খুলেছে। অন্যদিকে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর মেকং নদীর আশপাশের প্রদেশগুলোতে আরো ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে।

গণমাধ্যমের তথ্য মতে, বন্যায় বিপর্যস্ত মিয়ানমারে প্রায় ২৭ লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের সামরিক জান্তা বন্যা মোকাবিলার জন্য বিদেশি সাহায্যের আবেদন করেছে। এটি তাদের কাছ থেকে একটি বিরল পদক্ষেপ। এর আগে জান্তা বিদেশি মানবিক সহায়তায় বাধা দিয়েছিল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ