বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় হঠাৎ পাগলা শেয়ালের কামড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। এতে এলাকায় শেয়াল আতঙ্ক বিরাজ করছে। পরে সেই শেয়ালকে পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ শিলাইগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. রাজিব (৪২), হাসিনা আক্তার (৬৫), মো. হাসেম (৪৯), নেহা (৩৭), জ্যোৎস্না আক্তার (৩২), মোহাম্মদ মনির (২০), তানজিনা আক্তার (৩৭), জান্নাতুল ফেরদৌস (৩৬) ও নুর আয়েশা (৬০)।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারুক হাসান জানায়, শুক্রবার সকালে বাড়ির সামনের ঝোপ থেকে হঠাৎ ১ টি পাগলা শেয়াল বেড়িয়ে ইয়াকুব মাস্টার বাড়িসহ দুই বাড়ির ৯ জনকে কামড় দিয়ে আহত করে। পরে নতুন করে আরো একজনকে কামড় দিতে গেলে তার হাতে থাকা লাঠির আঘাতে শেয়ালটিকে মেরে ফেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে কলেরা টিকা কার্যক্রম শুরু ১৭ সেপ্টেম্বর
বিষয়টি নিশ্চিত করেন বারখাইন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুল আলম মেম্বার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) মো. ইমরান জানান, সকাল ৭টার দিকে শেয়ালের কামড়ে আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ, বিএম /হাছিনা আখতার মুন্নী