19 C
আবহাওয়া
১২:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঝালকাঠিতে খালে কিশোরীর ভাসমান মরদেহ 

ঝালকাঠিতে খালে কিশোরীর ভাসমান মরদেহ 


বিএনএ বরিশাল: ঝালকাঠির সদর উপজেলায় খাল থেকে ময়ূরী আক্তার (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার নথুলল্লাবাদ ইউনিয়নের তেতুলতলা বাজার এলাকার একটি খাল থেকে ভাসমান অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কিশোরী ময়ূরী আক্তার ওই এলাকার সৈয়দ আলী খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর থেকে ময়ূরী নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সাড়ে ১১ টার দিকে তেতুলতলা বাজারের পাশে খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে  পুলিশকে খবর দিলে তার মরদেহ  উদ্ধার করা হয়।

ওসি নাসির উদ্দীন সরকার জানান, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ সাইয়েদ কাজল,ওজি /হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ