বিএনএ, ঝিনাইদহঃ অনলাইন অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে টাকা আত্মসাৎকারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমড়াবাড়িয়া এলাকায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে কতিপয় ব্যক্তি ABABA (আবাবা) অ্যাপস ব্যবহার করে এলাকার সাধারণ জনগণের কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে ডিজিটাল প্রতারণা করছে। এ বিষয়ে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের কে তদন্ত করার নির্দেশ দেয়া হয়।
পরবর্তীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত করে বিষয়টির সত্যতা প্রমাণ পায়। একইসঙ্গে প্রতারক মো. তাবিবুর রহমান ও সমাপ্তি খাতুন (২৩)কে গ্রেফতার করে এবং অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ২টি এন্ড্রয়েড মোবাইল জব্দ করে। এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।
বিএনএ/আতিক, এমএফ