25 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল ৪ জনের

মিরসরাইয়ে সড়কে প্রাণ গেল ৪ জনের

দুর্ঘটনা

বিএনএ, মিরসরাই : চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টম্বর) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), মিরসরাই সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল মো. মোস্তফা (৪৫), আব্দুল আউয়াল (৫০) রফিক (২৫), আব্দুল আউয়াল (৫০), শেখ আহম্মদ (৪৫)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, রাতে সোনাপাহাড় এলাকায় মহাসড়কে একটি কন্টেইনার বোঝাই লরি ও জোনাকি পরিবহনের বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ২ যানবাহনের চালক গাড়ি থামিয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু করেন। উৎসুক জনতা ও পথচারীরা তখন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের পেছন দিক থেকে চাপা দিলে ৪ জন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ