24 C
আবহাওয়া
১২:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » পশ্চিম তীরে সংঘর্ষে ইসরায়েলি মেজর নিহত

পশ্চিম তীরে সংঘর্ষে ইসরায়েলি মেজর নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সেনাবাহিনীর একজন মেজর নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জেনিনের কাছাকাছি জালামা  বা গিলবোয়া সামরিক তল্লাশি চৌকি সংলগ্ন এলাকায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় সৈন্যদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এ সময় ইসরাইলি সামরিক বাহিনীর একজন মেজর প্রাণ হারায়। নিহত ঐ দখলদার সেনার নাম বার ফালাহ।

পশ্চিম তীরের ফাতাহ সংগঠন বলেছে, ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদ দুই ফিলিস্তিনি তাদের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে সংগঠনটি জানিয়েছে। সংঘর্ষে শহীদ দুই ফিলিস্তিনির একজন আহমাদ আয়মান আবেদ (২৩) এবং অন্যজন আব্দুল রহমান হানি আবেদ (২২)।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন এবং নাবলুসে ইসরাইলি সৈন্যরা প্রায়ই রাত্রিকালীন অভিযান পরিচালনা করছে। এ সময় নিরীহ ফিলিস্তিনিদের তারা হত্যা করছে।

সম্প্রতি জেনিন ও নাবলুসে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন আরও সংগঠিত হচ্ছে এবং যোদ্ধাদের নতুন দল গঠিত হচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবারের অভিযানে শহদি দুই জনসহ চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরাইলি সৈন্যরা ১৪৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে ৯৭ জন অধিকৃত পশ্চিম তীরের এবং ৫১ জন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু