বিএনএ সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রুবেল (২৫) ও ফরজ আলী(৪৫) নামে দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা–নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শ্রীখোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও একই গ্রামের ভ্যান চালক ফরজ আলী (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রেকিংনিউজ/ এমএইচ
Total Viewed and Shared : 1 38 , 38 views and shared