বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। এসময়ে করোনাক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন অফিস বুধবার (১৫ সেপ্টম্বর) এ তথ্য জানায়।
চট্টগ্রামে করোনা পরীক্ষা
সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে এক হাজার ৫০৩টি নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮৫টি এবং আরটিআরএল ল্যাবে সাতটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৯ জন, বিআইটিআইডি ল্যাবে ২৯ জন এবং আরটিআরএল ল্যাবে তিন জনের করোনা শনাক্ত হয়। এদিন ২১টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
চট্টগ্রাম: আজকের খবর
অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৯৭টি নমুনা পরীক্ষায় একজন, শেভরন ডায়াগনোস্টিক সেন্টারে ৪৭৭টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতালে ৩৫টি নমুনা পরীক্ষায় তিন জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১২ নমুনা পরীক্ষায় দুই জন, ইপিক হেলথ কেয়ার ৬৪টি নমুনা পরীক্ষায় আট জন এবং ল্যাবএইডে তিনটি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৫টি নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামে করোনায় মৃত্যু
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৭৭ জন। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এই পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ এক হাজার ১৯ জন। এর মধ্যে ৭৩ হাজার ২১৮ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৮০১জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম: আজকের খবর/এইচ.এম,জিএন।