20 C
আবহাওয়া
৯:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সোহেল রানা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত দেড়টার দিকে সোহেলকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন হলেন- সুমন মিয়া (২৭), সুমন আহমেদ (২৮) ও অভিন (২৯)। তারা ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের বন্ধু আনোয়ার হোসেন জানান, সোহেলের ছোট ভাই পাভেলের বিয়ের অনুষ্ঠান ছিল। ডেমরার সানারপাড়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন বন্ধু মিলে এলাকায় ঘুরতে বের হই। পরে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছানোর পরই দুইটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চারজনকে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, নিহত সোহেল ডেমরার সানারপাড় এলাকার আজাদ মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ