25 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রাউজানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রাউজানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): যথাযোগ্য মর্যাদায় রাউজানে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদ, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রাউজান থানা, রাউজান হাইওয়ে থানা, রাউজান প্রেস ক্লাব, রাউজান উপজেলা স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুুষ্পস্তবক অর্পণ শেষে রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাউজান উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল।

উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদয়ানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি অফিসার মাসুম কবির প্রমুখ।

এছাড়াও রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ