বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় জামায়াত নেতা ও যুদ্ধাপরাধদের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে জামায়াত-শিবির তান্ডব চালিয়েছে। এসময় তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় একজন নিহত এবং ৫ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ। মঙ্গলবার (১৫ আগষ্ট) বিকেলে পৌর শহরের বায়তুশরফ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ফোরকান আহমেদ চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আবুল ফজলের পুত্র। এসময় একটি পুলিশ ভ্যান ও স্বাস্থ্য কর্মকর্তার গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ জামায়াত-শিবিরকর্মীরা।
গাড়িচালক জানান, দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাযা শেষে মুসল্লিরা গাড়ি ভাংচুর করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ জানান, যেকোনো নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। সাঈদির জানাযা শেষ করে জামায়াত ও শিবিরের কর্মীরা পুলিশ ও সরকারি কর্মকর্তার গাড়িতে ভাংচুর করে। এতে বাঁধা দিতে গিয়ে পাঁচ পুলিশ সদস্যও আহত হন। সংঘর্ষে নিহত হয়েছেন একজন।
অন্যদিকে, চকরিয়া পৌর শহরে সংসদ সদস্য জাফর আলমের নেতৃত্বে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে বলেও জানা গেছে।
বিএনএনিউজ/শাহীন,বিএম