14 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আটক ৩০

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ : আটক ৩০

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ আটক ৩০

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সোয়া চারটায় নগরীর কাজির দেউড়ি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মী সমর্থকরা চট্টগ্রাম ওয়াসার মোড়ে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। সেখানে পুলিশ ধাওয়া দিলে বিকেল সাড়ে ৪ টার দিকে পুনরায় সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ আটক ৩০
ঘটনাস্থল থেকে আটক কয়েকজন।

 

চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ৩০ জনকে আটক করেছে।

এর আগে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে আগে থেকেই সেখানে অবস্থান নেয় পুলিশ।

পরে মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় আসলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

বিএনএনিউজ/বিএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ