বিএনএ, চবি: জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শোক র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, প্রধান আলোচক আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ৭৫ এর ১৫ আগস্ট হায়নার দল বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর ভেবেছিল বঙ্গবন্ধু শেষ হয়ে গেছে। বাঙালি জাতি তাকে ভুলে গেছে। কিন্তু হায়নাদের সে আশা পূরণ হয়নি। বাঙালি জাতি তাকে ভুলে যায়নি। ‘ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিব আদর্শের মৃত্যু হয়নি। বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে কখনো মুছে ফেলা যাবে না। এ বিশ্ব নেতা বাঙালির হৃদয়ে যুগ যুগ ধরে চির অম্লান হয়ে থাকবেন’।
বিএনএ/ সুমন, এমএফ