16 C
আবহাওয়া
৩:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সিটিকে হারিয়ে লীগ শুরু টটেনহ্যামের

সিটিকে হারিয়ে লীগ শুরু টটেনহ্যামের

সিটিকে হারিয়ে লীগ শুরু টটেনহ্যামের

বিএনএ,স্পোর্টসডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যান সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। রোববার(১৫ আগস্ট) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে্‌।সিটিকে হারিয়ে জয় দিয়ে লীগ শুরু করল নুনো হারল্যান্ডের শির্ষরা।

প্রথমার্ধ শেষ হয় গোল শুন্যতে।

বিরতি থেকে ফিরে স্বাগতিক দর্শকদেরকে গোল উপহার দেয় সন হিউং-মিন । প্রতি আক্রমণে বার্গুইজনের পাস থেকে বাঁ-পায়ের অসাধারণ শর্টে সিটির জালে বল জড়ান দক্ষিণ কোরিয়ান এই খেলোয়াড়।

শেষের ১০ মিনিট বারবার আক্রমণ করেও স্বাগতিকদের জালে বল জড়াতে ব্যর্থ হয় পেপ গার্দিওলার দল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ