29 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ভিক্ষা করতে গিয়ে চুরি, গ্রেপ্তার মা-মেয়ে

ভিক্ষা করতে গিয়ে চুরি, গ্রেপ্তার মা-মেয়ে

ভিক্ষা করতে গিয়ে চুরি, গ্রেপ্তার মা-মেয়ে

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ভিক্ষুক সেজে বাসায় চুরি করার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ আগস্ট) দুপুরে ডবলমুরিং মডেল থানার মৌলভীপাড়ার কামার গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন। গ্রেপ্তারকৃতরা হলো-পুতুল বেগম (৪০) এবং তার মেয়ে নারমিন (২০)।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার মা-মেয়ে পেশাদার চোর। তারা ছদ্মবেশে বিভিন্ন বাসা বাড়িতে যান। সেসব বাসা-বাড়িতে ভিক্ষা চান। তাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য যখন গৃহকর্তা বা গৃহকর্ত্রী ভেতরে যান, তখনই মা-মেয়ে সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং সামনে যা পান তাই নিয়ে আসেন। ভেতর থেকে ভিক্ষা আনতে সাধারণত গৃহকর্তা বা গৃহকর্ত্রীর খুব বেশি সময় লাগে না। সর্বোচ্চ ২০ থেকে ৩০ সেকেন্ড। তাই এই সময়ের মধ্যেই হাতের সামনে যা পান তাই নিয়ে চলে আসেন মা-মেয়ে। তাই মোবাইল, ল্যাপটপ, ভ্যানিট ব্যাগ ইত্যাদিই তাদের চুরির মূল টার্গেট।

আজও তারা এই কায়দায় এক বাসা থেকে চুরি করতে গিয়ে চুরির মোবাইলসহ হাতেনাতে ধরা পড়েন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ