টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
15 C
আবহাওয়া
৭:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনএ গোপালগঞ্জ:জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পক্ষে এই শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। সে সময় তিন বাহিনীর পক্ষে তাকে গার্ড অফ অনার দেয়া হয়।

প‌রে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লী‌গ। দলের প্রেসি‌ডিয়াম সদস্য মুহম্মদ ফারুক খানের নেতৃ‌ত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

সে সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মো‌মেন, শাজাহান খান, আফম বাহারউদ্দিন  না‌সিম, মির্জা আজম, এস এম কামাল হো‌সেন উপ‌স্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

পরে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স উন্মুক্ত করে দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ