21 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » সালাহর রেকর্ডে জয়ে শুরু লিভারপুলের

সালাহর রেকর্ডে জয়ে শুরু লিভারপুলের

সালাহ

স্পোর্টস ডেস্ক: মোহামেদ সালাহ নিজে গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করালেন দুই গোল। করলেন দারুণ এক রেকর্ডও। সুবাদে নরউইচ সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা করল লিভারপুল।

শনিবার প্রতিপক্ষে মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-০ গোল জয় তুলে নেয় লিভারপুল। ২৬ মিনিটে দিয়েগো জোতা এবং ৬৫ মিনিটে রবার্তো ফিরমিনো গোল আদায় করেন। দুটি গোলই আসে সালাহর এসিস্ট থেকে। ৭৪ মিনিটে মিশরীয় তারকা নিজেও জাল খুঁজে নিলে বড় জয় নিশ্চিত হয় ইয়ের্গেন ক্লপের দলের।

এদিনের গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের টানা পাঁচ আসরের শুরুর প্রথম সপ্তাহেই গোল করলেন সালাহ। সবমিলে প্রিমিয়ার লিগ শুরুর সপ্তাহে সালাহর গোল ৭টি। এসিস্ট রয়েছে ৩টি। ৮ গোল এবং ৫ এসিস্টে সালাহর চেয়ে এই জায়গাটায় এগিয়ে কেবল ওয়েন রুনি। এই ম্যাচ দিয়ে ১০ মাস পর চোট কাটিয়ে দলে ফেরেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

দিনের প্রথম ম্যাচে ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে উড়িয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারায় টমাস টুখেলের চেলসি। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ১-০ গোলে হারায় লেস্টার সিটি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ