26 C
আবহাওয়া
৬:৩৮ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৫
Bnanews24.com
Home » শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে-ধর্ম উপদেষ্টা 

শিক্ষাঙ্গনকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে-ধর্ম উপদেষ্টা 


বিএনএ, চট্টগ্রাম:  ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক  দুর্বৃত্তায়ন থেকে মুক্ত
করতে পারলে  শিক্ষা ব্যাবস্থা ও লেখাপড়ার  সুষ্ঠু  ও সুন্দর পরিবেশ ফিরে আসবে।উপদেষ্টা সোমবার(১৪ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর রজত জয়ন্তী উৎসব, মোড়ক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তা বিদ্যামান। শিক্ষার পরিবেশ এবং মান ঠিক রাখতে বিশ্ববিদ্যলয়গুলোতে দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন স্মৃতিচারণ করে উপদেষ্টা  বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ আছে। এখনো সময় পেলে মন চায় সেই চিরচেনা শাহাজালাল হলে গিয়ে আড্ডা দিতে, ঝুপড়িতে বসে চায়ের কাপে চুমুক দিতে। আজকে আমার সেই সতীর্থদের সাথে সন্ধ্যাটা কাটাতে পেরে নিজেকে অনেক উজ্জীবিত লাগছে।

উপদেষ্টা আরো বলেন, ডক্টরেট ডিগ্রির থিসিস এ বিশ্বের অন্যান্য দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ২৫ শতাংশপর্যন্ত অন্যের রেফারেন্স দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে হারটা অনেক বেশি ফলে গবেষণাটা ঠিকমতো
করা হয় না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র – ছাত্রী সমিতির সভাপতি মুহাম্মদ শওকত আলী নূরের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস – চ্যান্সেলর  (শিক্ষা) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো – ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড.  শাহমোহাম্মদ শপিক উল্লাহ সংবর্ধিত অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্র – ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪ডটকম 

Loading


শিরোনাম বিএনএ