বিএনএ, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে সিসিইউতে নেয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত ৭ জুলাই ভোর ৪টা ২০ মিনিটে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হয়। এর আগে গুলশানের বাসভবন ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিএনএ/এমএফ/এইচমুন্নী