23 C
আবহাওয়া
১:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় জেলেকে জরিমানা, জাল ধ্বংস

সাতকানিয়ায় জেলেকে জরিমানা, জাল ধ্বংস

সাতকানিয়ায় জেলেকে জরিমানা, জাল ধ্বংস

বিএনএ, সাতকানিয়া : চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী এলাকায় গরল খাল থেকে ১০০ মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বেহুন্দি জাল পাতার দায়ে এক জেলেকে ২০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (১৪ জুলাই) উপজেলা ও পৌর সদরের মধ্যম রামপুর ডলু নদীর তীরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। দণ্ডিত ওই জেলে হলেন, প্রবিত জলদাশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে মাছ আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাছ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

জাল পুড়িয়ে ধ্বংস
জাল পুড়িয়ে ধ্বংস

উল্লেখ্য, বর্ষা মৌসুমে খাল—বিলে নিষিদ্ধ বেহুন্দি, ভাসা জালসহ নানা ধরনের নিষিদ্ধ জাল পেতে মাছ আহরণের কারণে ছোট প্রজাতির নানা জাতের মাছ প্রায় বিলুপ্তির পথে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।

এসএমএনকে, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ