25 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ইউপিএসের ভেতরে কোকেন!

ইউপিএসের ভেতরে কোকেন!


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ৩.৯ কেজি কোকেনসহ এস্টেলিয়া শানট্যা নামে এক বাহামা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় তাকে আটক করা হয়।

জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, গত ১৩ জুলাই এস্টেলিয়া শানট্যা নামে বাহামার এক মহিলা নাগরিক যাত্রী হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তিনি আগের দিন ১২ জুলাই এমিরেটসের এক ফ্লাইটে ব্রাজিলের সাওপাওলে থেকে দুবাই আসেন। সেখান থেকে ট্রানজিট হয়ে ফ্লাইট দুবাইযোগে চট্টগ্রামে নামেন। কিন্তু সেদিন সাথে কোনো ব্যাগেজ ছিলো না। তখন থেকেই এয়ারপোর্ট সিকিউরিটি এপিবিএন ও ইন্টেলিজেন্স এর নজরদারিতে ছিলেন তিনি।

তিনি আরও বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে ওই বাহামার নাগরিক তার ব্যাগেজ রিসিভ করতে আসেন। এ সময় সন্দেহজনক মনে হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি ইউপিএস এর ভিতর ৩ দশমিক ৯ কেজি ওজনের কোকেনের প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএ নিউজ/রেহানা,ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ