27 C
আবহাওয়া
৩:০০ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লংগদুতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত 

লংগদুতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধা নিহত 


বিএনএ,রাঙামাটি: রাঙামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে আরজা বেগম নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।রোববার (১৪ জুলাই)দিবাগত রাত ২টার দিকে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ২টার দিকে বৃদ্ধার ঘরে হঠাৎ বন্যহাতি আক্রমণ করে। এ সময় বাঁচার জন্য এক রুম থেকে অন্য রুমে যেতে চাইলে হাতির শূড়ে ধরা পড়েন বৃদ্ধা। তাৎক্ষণিক বৃদ্ধার হাত-পা ভেঙে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ তছনছ করে ফেলে বন্যহাতি। একই সময় বৃদ্ধার থাকার ছোট ঘরটিও ভেঙ্গে ফেলেন।

নিহত আরজা বেগম রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

প্রতিনিয়ত বন্যহাতি লোকালয়ে এসে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুরসহ মানুষের জান মালের ক্ষয়ক্ষতি করছে। এসব ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে তেমন কিছু পায় না বলে অভিযোগ স্থানীয়দের।

নিহতের বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, গত রাতে রাঙ্গীপাড়ায় বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাইমুল ইসলাম ছোটন/ হাসনা


শিরোনাম বিএনএ