17 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ২০২৫ সালের ১ জুলাইয়ের পর চাকরিতে যোগদানকারীরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায়

২০২৫ সালের ১ জুলাইয়ের পর চাকরিতে যোগদানকারীরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায়

সরকার

ঢাকা, ১৪ জুলাই, ২০২৪ (বাসস) : পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও এর অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠানের কর্মচারদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার(১৪ জুলাই) রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার সিদ্ধান্ত অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের প্রতিষ্ঠান সমূহের কর্মচারীগণ ও সরকারি কর্মচারীদের ন্যায় যারা নতুন কর্মচারী হিসেবে ২০২৫ সালের ১ জুলাই বা তৎপরবর্তী সময়ে চাকরিতে যোগদান করবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
দেশের সর্বস্তরের জনগণকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনয়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন,২৩ এর আওতায় ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন।

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ১ জুলাই থেকে কর্মবিরতি শুরু করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষক নেতাদের একটি বৈঠকে এই স্কিমের বাস্তবায়ন এক বছর পেছানোর সিদ্ধান্ত হয়।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ